প্রধানমন্ত্রী দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেনঃ ফারুক খান
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে আজ বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী সেদিন জীবনের মায়া ত্যাগ করে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন। বাংলাদেশে তখন ছিলো হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের রাজনীতি। কারফিউ গণতন্ত্র।
তিনি বলেন, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে এমন এক ধাচে গড়ে তুলেছেন, যার মাধ্যমে আজ বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় ফারুক খান আরো বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে এমন ভাবে তৈরি করেছেন যে, দেশের প্রতিটি দুর্যোগে জনগণের পাশে থেকেছে দলটি। বাংলাদেশের যত অর্জন তা সব শেখ হাসিনার হাত ধরেই এসেছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে ঢাকায় ফিরেন।
এর আগে, ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। একই বছরের ১৭ মে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।