ক্রিকেটখেলাধুলা

এবার মোদির মনমস্তিষ্ককে করোনার চেয়েও ক্ষতিকর বললেন আফ্রিদি

চলমান লকডাউনের মাঝে ফের ভারত-পাকিস্তান বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হয়েছেন।

তবে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদিকে নিয়ে আবারও তীব্র সমালোচনা করলেন আফ্রিদি, যা দুই দেশের রাজনৈতিক বিবাদ আরও উস্কে দিতে পারে বলে আশংকা।

একটি সোশ্যাল সাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদির মনমস্তিষ্ক করোনাভাইরাসের চেয়েও ক্ষতিকারক!

তিনি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই পরিকল্পনা করেছিলাম। এক ভয়ঙ্কর মহামারিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রোগ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনাভাইরাসের চেয়েও ক্ষতিকারক।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতসফর চলাকালীন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আফ্রিদি। সেখানেও তিনি দোষারোপ করেন মোদিকেই।

কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, ‘যতদিন মোদি ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।’

কেবল আফ্রিদি নয়, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে তির্যক মন্তব্য করে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Back to top button