Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩৪৯ জনের প্রাণহানি হলো। আগের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আজকেই সর্বোচ্চ।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯০৩টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৯৬টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১৬০২ ২৩,৮৭০
মৃত্যু ২১ ৩৪৯
সুস্থ ২১২ ৪,৫৮৫
পরীক্ষা ৯,৭৮৮ ১,৮৫,১৯৬

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০ তম। দুই শতাধিক দেশ ও অঞ্চলের এ তালিকায় সবার উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লক্ষাধিক। এছাড়া সেখানে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।

এই তালিকায় ১১ নম্বর অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯৬ হাজার। ভারতে ভাইরাসটি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্বে শনাক্ত হওয়া ৪৮ লাখ ৬ হাজার ২৯৭ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৩৩৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Back to top button