আটকে গেল বিমান, তাও আবার ব্রিজের নিচে!
ফুটওভার ব্রিজের নিচে আটকে গেছে একটি বিমান। ভাবা যায়! সম্প্রতি এমনটাই ঘটেছে চীনের হারবিন এলাকায়।
ইতোমধ্যে ফুটব্রিজের নীচে আটকে থাকা বিমানের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, বিমানটি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরে ট্রেলারে চাপিয়ে সেটিকে ফের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার সময় ওই বিপত্তি ঘটে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।
চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে ওই ভিডিও দেখে অনেকেই বিভিন্ন প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে, সামনে সেতু দেখা গেলেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না।
ট্রেলার চালকের বুদ্ধিতে শেষপর্যন্ত বিমানটিকে ফুটব্রিজের নিচ থেকে বের করা সম্ভব হয়। কীভাবে? চালক ট্রেলারের চাকার হাওয়া বের করে দেন। বিমান সমেত ট্রেলার ব্রিজের নিচ থেকে বেরিয়ে এলে চাকায় ফের পাম্প দেওয়া হয়। এরপর বিমানটিকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।