নগরজীবন

রাজধানীবাসীর জন্য কাজ করে যাচ্ছি: তাপস

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৃষ্ট অবস্থার মধ্যেও যাতে রাজধানীবাসী নিশ্চিন্তে জীবন-যাপন করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার নগর ভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও যাতে রাজধানীর বাসিন্দারা নিশ্চিন্তে জীবন-যাপন করতে পারেন, প্রয়োজনীয় সেবা পান এবং হতদরিদ্ররা নিয়মিত ত্রাণ পান সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা এই মহামারি কাটিয়ে উঠবেন এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন।

ডিএসসিসিসর ৫৯ নং ওয়ার্ডের ৮ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে এসব ত্রাণ বিতরণ করা হবে। এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

এ সময় মেয়র এলাকাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছ জানিয়ে বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সকলে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঈদের সময় যে যার ঘরে বসে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Back to top button