করোনা পরীক্ষা করাতে গিয়ে ফটোসাংবাদিকের মৃত্যু
করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন বাংলাদেশের খবর পত্রিকার ফটোসাংবাদিক মিজানুর রহমান। বুধবার (২০ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ে গেলে পপুলার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মঈনুদ্দিন আহম্মেদ জানান, মিজানুর রহমান ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে জ্বর ও কাশি ছিল। আজ বুধবার সকালে ডিআরইউ করোনা বুথে টেস্ট করার জন্য এসেছিলেন।
এদিকে দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা ও শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) কার্যনির্বাহী সদস্য পিনাকী দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে গত কয়েক দিন বাসায় আইসোলেশনে আছেন।
এ পর্যন্ত ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫৫ জন সংবাদকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দৈনিক বণিক বার্তার একজন কর্মী করোনায় আক্রান্ত হন।
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন করোনায় মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন-দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।