জাতীয়

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় স্বাস্থ্যখাতের টিম কাজ করছে ১,৯৩৩ টি

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় আশ্রয়কেন্দ্রে মানুষের ওষুধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্যখাতের ১,৯৩৩টি টিম কাজ করছে বলে বুধবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত স্বাস্থ্য মিডিয়া সেল।

সেলের আহ্বায়ক এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় স্বাস্থ্যখাতের ১,৯৩৩টি টিম কাজ করছে। এগুলোর মধ্যে চট্টগ্রামে ১,২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। টিমগুলো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ১৪ থেকে ২০ লাখ মানুষের ওষুধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্যসেবা দিতে কাজ করবে।’

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মিডিয়া সেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংকালে সেলের আহ্বায়ক বর্তমান সমসাময়িক স্বাস্থ্য সংক্রান্ত সর্বাধিক আলোচিত বিষয়গুলো তুলে ধরেন।

তিনি জানান, তামাক ও তামাক সংক্রান্ত শিল্প সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশনা ও শিল্প মন্ত্রণালয়ের কিছু নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু সুপারিশ করেছে।

হাবিবুর রহমান জানান, প্লাজমা থেরাপি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে এ থেরাপি ৪৫ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। আর রেমডিসিভির ওষুধ দেশে উৎপাদন শুরু করা হয়েছে। ২১ মে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেক্সিমকো ফার্মা কিছু রেমডিসিভির ওষুধ জমা দেবে।

তিনি বলেন, বর্তমানে ঢাকায় ১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ হিসেবে ডেডিকেটেড করা হয়েছে। ঢাকা শহর ও বাইরের সব মিলিয়ে বর্তমানে দেশে অন্তত ১১০টির মতো কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

মিডিয়া সেলের আহ্বায়ক জানান, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বর্তমানে ৪২টি ল্যাবে দৈনিক প্রায় ১০ হাজার করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =

Back to top button