ভাইরাল
গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন!
সারি ধরে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটি গাছের গুঁড়ি লম্বালম্বিভাবে ফাঁটা। সেই গাছটির গুঁড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন! সেখান থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করেছেন সোফেন নামের আটলান্টার এক ব্যক্তি। ওই ভিডিওটি আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
ইতোমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি দুই কোটি বার দেখে ফেলেছেন ইউজাররা। সাড়ে পাঁচ লাখ লাইক পড়েছে, আর দেড় লাখেরও বেশি ইউজার ভিডিওটি শেয়ার করেছেন।
গাছের মধ্যে আগুন জ্বলার ভিডিও আপলোড করে সোফেন লিখেছেন, বজ্রপাতের জেরেই এভাবে আগুন জ্বলছে।
তবে এ ঘটনাটি কবে, কখন, কোথায় ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রায়ই বজ্রপাতের কারণে গাছ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু ডাক পগে গাছের ভেতরে এভাবে আগুন জ্বলার ঘটনায় অবাক হয়েছে অনেকে।