আবারো ফেরিঘাটে মানুষের ঢল
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল। সুপার সাইক্লোন আম্ফানের কারণে সতর্কতা হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পারাপার পরিস্থিতি।
এদিকে রাত থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী ট্রাক নদী পার হচ্ছে। তবে সকালের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ কমে যায়। ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো যাত্রীদের চাপ আরও বাড়বে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে রাত থেকে এরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে যে চাপ ছিল তা সকালের আগেই কমে গেছে। বর্তমানে এই নৌরুটে বর্তমান ৯টি বড়, ৬টি ছোট ও ২টি মাঝারী ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে।