চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদুল ফিতর রোববার
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে আজ শুক্রবার হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার রমজানের ৩০ তম দিন অর্থাৎ রোজা পূরণ শেষে আগামী রোববার মধ্যপ্রাচ্যে শুরু হবে শাওয়াল মাস এবং উদযাপিত হবে ঈদুল ফিতর।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে শুক্রবার (২২ মে) শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে এ দেশগুলোতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ওই তিন দেশের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।
ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।