Lead Newsসরকার

ঢাকার বাইরেও চলবে শুদ্ধি অভিযান: কাদের

চলমান শুদ্ধি অভিযান বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দুনীর্তিতে একাধিকবার দেশ চ্যাম্পিয়ন হয়েছে। তারা অপকর্মের শাস্তি কখনি নিশ্চিত করেনি।

কিন্তু বর্তমান সরকার নিজের দলে অপকর্মকারীদের শাস্তির ব্যবস্থা করেছে। সাংসদসহ অনেক বড় বড় নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেন, শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, দেশজুড়ে এই অভিযান চলছে। অপরাধী দলের হলেও পার পাবে না।
শনিবার সকালে ফেনীর মহিপাল সার্কিট হাউজে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওই মতবিনিময় সভায় পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী পৌরসভা মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র স্বপন মিয়াজী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Back to top button