করোনাভাইরাসজাতীয়

ফায়ার সার্ভিসের ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মোট ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন। বাকি ৭০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন সদর দপ্তর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের, ২০ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৪ জন অধিদপ্তরের অফিস শাখার, ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ৮ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৬ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ২ ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), ৭ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের ৪ জন, এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং ১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে ৯ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৮ জনের মধ্যে ৭ জন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জনই সুস্থ আছেন। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eleven =

Back to top button