Lead Newsআন্তর্জাতিক

দুই মাস পর ফ্লাইট চালু করলো ভারত

করোনা মহামারির কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর দিল্লি ও মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ফের অভ্যন্তরীণ বিমান চলাচল চালু করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্র প্রদেশে এ সেবা চালু হবে আরো কিছুদিন পর।

রোববার স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ পুরী টুইটারে এক পোস্টে জানান, অনেক চেষ্টার পর বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে রাজ্যগুলো। সোমবার থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম।

বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আম্পান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের। নানাভাবে বোঝানোর পর অবশেষে রাজি হয়েছে মহারাষ্ট্র। অন্ধ্র প্রদেশে এ সেবা শুরু হবে মঙ্গলবার থেকে। আর পশ্চিমবঙ্গে আগামী ২৮ মে থেকে বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা থেকে।

ত্রিপুরা জানিয়েছে, যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে না শুরু হওয়া পর্যন্ত তারা এটি চালু করতে পারছে না।

জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে এক লাখ ৩৮ হাজারের বেশি আক্রান্ত ও তিন হাজার ছয়শ’র বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বিমান চলাচল শুরু করায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে ফের চালু হচ্ছে এসব ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Back to top button