শোবিজ

এবার ঈদে অভিনেতা আজম খানের যত কাজ

ব্যাংকার থেকে জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠা আজম খানের বছরটা শুরু হয়েছিল অনেক ব্যস্ততা নিয়ে। জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বেশ কিছু নাটক আর টেলিফিল্মে কাজও করেছিলেন।
তাঁর ভাষায়, “অন্য সবার মত আমিও যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঈদের কাজের, ডেট দিচ্ছিলাম বিভিন্ন নাটক/ টেলিফিল্মের জন্য – ঠিক সেই সময়েই প্রানঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের চলে আসতে হয়েছে লকডাউনে। গত ১৮ মার্চ থেকে আর কোন কাজ করা হয় নি, আর ২৬ মার্চ থেকে টানা বাসায় আমি।”
তারপরও তাঁর কিছু কাজ করা হয়েছিল বছরের শুরু থেকেই। সেই কাজগুলি থেকে ৮ টা নাটক থাকছে বিভিন্ন টিভি চ্যানেলের এবারের ঈদ অনুষ্ঠানমালায়।
দর্শকদের জন্য নীচে নাটকগুলির তালিকা দেয়া হলো:

ঈদের দিন
রাত ৯:০০ টায়
আরটিভি তে
বি ইউ শুভর
নাটক: অবাক প্রেম।

ঈদের দিন
রাত ১০:০০ টায়
আরটিভি তে
ইমরাউল রাফাতের
নাটক: ঈদ মুবারক

ঈদের দ্বিতীয় দিন
রাত ৮:৩০ মিনিটে
এটিএন বাংলায়
চয়নিকা চৌধুরীর
নাটক: বলো তারে।

ঈদের ৪র্থ দিন
রাত ৯:০০ টায়
আরটিভি তে
মিজানুর রহমান আরিয়ানের
নাটক: এ সুইট লাভ স্টোরি

ঈদের ৪র্থ দিন
রাত ১০:০০ টায়
আরটিভি তে
শুভ্র খানের
নাটক: ছাপ্পড় ফাইরা দিসে

ঈদের ৫ম দিন
সন্ধ্যা ৭:৩০ মিনিটে
মাছরাঙ্গা টিভিতে
চয়নিকা চৌধুরীর
নাটক: মনে মনে

এই ঈদে
বাংলাভিশনে
মুরসালিন শুভর
নাটক: এ ডে উইথয়াউট এ ফোন

এই ঈদে
মাছরাঙ্গা টিভিতে
রিদম খান শাহীনের
নাটক: মন কি যে চায় বলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =

Back to top button