৬৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি ট্রাক ও মাদক বিক্রির দুই হাজার ২০০ টাকা জব্দ করা করা হয়।
গতকাল সোমবার রাত নয়টায় নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানীপুর গ্রামের মো. শিপন (৪০), কুমিল্লার কাশিনাথপুর গ্রামের মো. আকাশ (২৬) ও একই গ্রামের মো. আব্দুর রশিদ (১৯)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানের মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।