আন্তর্জাতিক
‘জুয়ার গডফাদার’ স্ট্যানলি হো আর নেই
হংকংয়ের বিজনেস টাইকুন স্ট্যানলি হো মারা গেছেন। ম্যাকাউকে বিশ্বের জুয়ার রাজধানীতে পরিণত করার কৃতিত্ব এই ব্যক্তির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন স্ট্যানলি হো। তিনি ‘জুয়ার গডফাদার’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন।
স্ট্যানলি হো বিশ্বের অন্যতম লাভজনক গেমিং ব্যবসা এসজেএম হোল্ডিংসর প্রধান ছিলেন। তার ব্যবসার মূল্যমান ৬ বিলিয়ন ডলার। এই ধনকুবের নাচতে পছন্দ করতেন। এবং তিনি সবসময় বন্ধুবান্ধব এবং পরিবারকে জুয়া খেলা পরিহার করার পরামর্শ দিতেন।
স্ট্যানলির মেয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমার বাবা দুপুর ১টার দিকে হংকং স্যানিটারিয়াম এন্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। স্ট্যানলি হো এর পরিবারের সদস্য হিসেবে আপনাদের এ সম্পর্কে অবহিত করে আমরা সত্যিই দুঃখ ভারাক্রান্ত।’