করোনাভাইরাসরাজনীতি

খালেদার জিয়ার উপদেষ্টা করোনায় আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার অন্যতম আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও তার স্ত্রী মমতাজ বেগমের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার রাতে দলটির আন্তর্জাতিক সম্পাদক ও খালেদার আরেক আইনজীবী মাসুদ আহমদ তালুকদার এই তথ্য জানান। রেজ্জাক তার স্থীসহ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

মাসুদ আহমদ বলেন, গত ২০ মে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খানের করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শ্বাসকষ্ট শুরু হওয়ায় গতকাল তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে তার স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এই পরিবারের অপর কয়েকজন সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখনও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

১৯৬৪ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এক সময় তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন রেজ্জাক খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =

Back to top button