বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৯ লাখ চার হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৩ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন সুস্থ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে চার লাখ ৯৮ হাজার ৭২৫ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ব্রাজিলে এক লাখ ৯৩ হাজার ১৮১, জার্মানিতে এক লাখ ৬৩ হাজার ২০০, রাশিয়ায় এক লাখ ৫০ হাজার ৯৯৩, ইতালিতে এক লাখ ৫০ হাজার ৬০৪, তুরস্কে এক লাখ ২৪ হাজার ৩৬৯, ইরানে এক লাখ ১২ হাজার ৯৮৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৯১ এবং ফ্রান্সে ৬৭ হাজার ১৯১ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া মেক্সিকোয় ৫৬ হাজার ৬৩৮, কানাডায় ৪৬ হাজার ৮৪০, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৩০০, অস্ট্রিয়ায় ১৫ হাজার ২৮৬, বেলজিয়ামে ১৫ হাজার ৫৭২, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৩৬৩, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৫৮০ ও মালয়েশিয়ায় ছয় হাজার ১৬৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৬২ হাজার ১০ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।