ভাইরাল

বাহুবলীর প্রভাস নাকি ক্রিকেটের ওয়ার্নার?

করোনাকালে সমর্থকদের বিনোদন দিতে ফুটবলাররা অনেক কিছুই করেছেন। টয়লেট রোল চ্যালেঞ্জ, মাথা ন্যাড়া করার চ্যালেঞ্জ, কেউ কেউ তো লকডাউনেও মুখরোচক খবরের শিরোনাম হয়েও দায়িত্ব পালন করেছেন। সে তুলনায় ক্রিকেটীয় দুনিয়া একটু চুপচাপ। সমর্থকদের বিনোদন দেওয়ার ভার তাই নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার।

টিকটক ব্যবহার করে নিজের গান, নাচ ও অভিনয় প্রতিভা দেখিয়ে বেড়াচ্ছেন ওয়ার্নার। সঙ্গী হিসেবে পেয়েছেন নিজের স্ত্রী-সন্তানকেও। সেসব ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করছেন। এবার তাঁর শখ হয়েছে ‘যেমন খুশি, তেমন সাজার।’ ইনস্টাগ্রামে জনপ্রিয় চলচ্চিত্র বাহুবলির মূল চরিত্র ‘বাহুবলী’ সেজেছেন। তেলেগু অভিনেতা প্রভাসের কস্টিউমের অনুকরণে যোদ্ধার পোশাক পরে ইনস্টগ্রামে দুজনের ছবি পাশাপাশি রেখে জিজ্ঞেস করেছেন, ‘কাকে বেশি পছন্দ আপনাদের?’

ভারতীয় ভক্তদের ভালোবাসা বেশ জুটিয়েছেন এই পোস্ট দিয়ে। কেউ তাঁর নাম দিয়েছেন, ‘ওয়ারনুবলী’। কেউবা তাঁকে ডেকে ডেকেছেন ‘ডেভিডেন্দা বাহুবলী’ বলে। অস্ট্রেলিয়ান বাহুবলী কিংবা ওয়ার্নারেন্দ্রবলীও বলছেন কেউ। একজন আবার মজা করে বলেছেন, ‘কাটাপ্পা (চলচ্চিত্রে বাহুবলীর প্রতিপক্ষ) তোমার ঠিকানা জানতে চায়।’

বলিউড বা তেলেগু ছবির প্রতি ওয়ার্নারের অনুরাগ এবারের লকডাউনে ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই বউ-কন্যা নিয়ে ‘মুককালা মুকাবেলা’ গানে নেচেছেন। কদিন আগে অক্ষয় কুমারের ‘বালা’ গানের তালেও নেচেছেন। সেই নাচে স্বয়ং অক্ষয় মুগ্ধ! যেছে মন্তব্য করেছেন, ‘একেবারে ঠিকঠাক!’ বিরাট কোহলিও হাসির ‘ইমো’ দিয়েছেন ওয়ার্নারের পোস্টে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =

Back to top button