ধর্ম ও জীবন
আগামীকাল খুলছে মসজিদে নববী
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের মদিনার মসজিদে নববী।
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের মদিনার মসজিদে নববী।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।
মসজিদে নববী কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মসজিদটি পুনরায় খোলার পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। তবে মসজিদে
মুসল্লিদের জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত সীমিত করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারবেন মুসল্লিরা।