করোনা কালে ক্রিকেটারদের বাবা হওয়ার মিছিল শুরু হয়েছে। এবার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকালে আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা পুত্র সন্তানের জন্ম দিয়েেছেন।
করোনাভাইরাসের মধ্যে আরও অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন। সেই তালিকায় আছেন- সাকিব আল হাসান, মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আনিকা তাসলিমা একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। আশরাফুল জানিয়েছেন, মা ও ছেলে দুইজনই এখন সুস্থ আছেন। নিজের পরিবারের মঙ্গল কামনা করে সবার আছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, ৫.১৫ মিনিটে ছেলে হয়েছে। মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১৫ সালের আশরাফুল আর আনিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটর ‘ট্র্যাজিক হিরো’ আশরাফুল। তার সেই কন্যার নাম আরিবা তাসনিম।
সম্প্রতি ছোট্ট মেয়েকে ব্যাটিং শেখানোর ভিডিও ফেসবুকে আপলোডও করেন তিনি। তাসনিম এবার একটা খেলার সঙ্গী পেয়ে গেল।