Lead Newsসরকার

ডি-৮ সংস্থাকে সক্রিয় ও কার্যকর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি

ডি-৮ সংস্থাকে আরও বেশি সক্রিয় ও কার্যকর করে সম্ভাবনার সম্পূর্ণ বিকাশে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ঢাকা সফরত ডি-৮ মহাসচিব দাতো কু জাফর কু শারি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে তার দপ্তরে সাক্ষাত করতে গেলে এ আশ্বাস দেন তিনি।

এ সময় আগামী বছরের শুরুতে ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে সংস্থার মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

জ্বালানি, পর্যটন ও ব্লু-ইকোনোমির ক্ষেত্রে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর ক্ষেত্রে কীভাবে আরও ভালোভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে নিয়ে কাজ করার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মহাসচিব ডি-৮ এর নেয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষত প্রযুক্তি ও উদ্ভাবন, সার্বজনীন স্বাস্থ্য সেবা, সদ্য প্রতিষ্ঠিত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফআইজেড (ডি-৮ উন্মুক্ত শিল্প অঞ্চল) স্থাপন সম্পর্কিত বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

উন্নয়নশীল-৮ নামে পরিচিত ডি-৮ হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি সংগঠন।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ডি-৮-এর প্রথম শীর্ষ সম্মেলন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে বাংলাদেশ ডি-৮ এর দ্বিতীয় শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =

Back to top button