ক্রিকেট

আমি শকড: পাপন

দুঃসংবাদ নিয়ে কথা বলতে সাংবাদিকদের সামনে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানালেন নিজের প্রতিক্রিয়া। পাশে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বললেন, ‘আমি শকড। এরচেয়ে বেশি শকিং কিছু হতে পারে, তা আমার জানা নেই।’

দিনভর গুঞ্জনের পর আজ মঙ্গলবার সন্ধ্যায় এলো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুঃসংবাদ। সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে ভুল স্বীকার করায় সাজার মেয়াদ কমেছে এক বছর।

বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘দুটো প্লেয়ারের সাবস্টিটিউট আমাদের নেই। মাশরাফি ও সাকিব। সাকিবের খেলতে না পারাই আমাদের কাছে শকিং।’

পাপন বলেন, ‘ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ সামনে। আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সামনে যত চিন্তাধারা সব সাকিবকে ঘিরেই করা হয়েছিল।’

জুয়াড়িদের ফোনের প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘রাগ হবে; কেন সে জানাল না। তবে এটা জেনে আমরা খুশি, সাকিব স্বীকার করেছে এবং সহযোগতিা করেছে আকসুকে। ’

আইসিসির তদন্ত প্রসঙ্গে বিসিবির প্রধান বলেন, ‘আইসিসির এন্টি করাপশন ইউনিটের তদন্ত নিয়ে আমরা কিছু জানি না। দু-তিন দিন আগে সাকিব আমাকে বলেছে। আজ বিকেলেও আমি জানতাম না। সাকিবই জানিয়েছে। আমাদের সকলকে সাকিবের পাশে থাকা উচিত। খারাপ সময় যাচ্ছে ওর। ভেঙে পড়ার কারণ নেই।বিসিবি পাশে থাকবে। আশা করি শিগগিরই ফিরে আসবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধের ঘোষণা দিয়ে আজই সংবাদ বিজ্ঞপ্তি দেয় আইসিসি। ওই সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু একবারও বিসিবি বা আইসিসিকে জানাননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =

Back to top button