ভাড়া অধিক নেওয়ায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় সরকারের বেঁধে দেওয়া ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ জুন) দুপুরে বগুড়া সদর উপজেলার প্রথম বাইপাস মহাসড়কের সিলিমপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সারাদেশে দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর সরকারের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়ে গত ১ জুন থেকে গণপরিবহন আবার চালু করা হয়েছে। নির্দেশে প্রতিটি বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে বলা হয়। যাত্রী কমে যাওয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যাতে লোকসানে পরতে না হয় সেজন্য যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএ’র পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে বগুড়ায় দূরপাল্লার বাসগুলোতে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য শহরের প্রথম বাইপাস সড়কের সিলিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে দুপুর সাড়ে ১২টার দিকে থামানো হয়। এরপর বাসটির ভেতরে বসা যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে দেখা যায় তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত এমনকি শতভাগ বেশি টাকা নেওয়া হয়েছে। নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ছিল ৪০০ টাকা ৬০ শতাংশ ভাড়া বেশি ধরে এখন ৬৪০ টাকা নেওয়ার কথা। কিন্তু একজন যাত্রীর টিকিটে দেখা গেছে তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম রাশেদুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জনসাধারণের স্বার্থে পরিবহণ সেক্টরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।