করোনা থেকে সেরে উঠেছে প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৬ লাখ ৯৭ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৬০ হাজার ২১৩ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ৪৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে সাত লাখ ১২ হাজার ২৫২ জন, ব্রাজিলে দুই লাখ ৭৪ হাজার ৯৯৭, রাশিয়ায় দুই লাখ ৪ হাজার ৬২৩, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৬৭ হাজার ৮০০, ইতালিতে এক লাখ ৬১ হাজার ৮৯৫, তুরস্কে এক লাখ ৩১ হাজার ৭৭৮, ইরানে এক লাখ ২৭ হাজার ৪৮৫, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩২৭, মেক্সিকোয় ৭৫ হাজার ৪৪৮ ও ফ্রান্সে ৬৯ হাজার ৯৭৬ জন।
এ ছাড়া কানাডায় ৫১ হাজার ৭৩৯, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৬০০, বেলজিয়ামে ১৬ হাজার ৪৮, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৭১৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৫০৬, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬৮১ ও মালয়েশিয়ায় ছয় হাজার ৫৫৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৯৩ হাজার ১২৭ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।