Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৩৫ , মৃত্যু ৩৫

বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

সেখানে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৬৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন মারা গেছেন এদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।

গত ২৪ ঘণ্টায় আরো ৫২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায়

মোট

শনাক্ত

২৬৩৫

৬৩০২৬

মৃত্যু

৩৫

৮৪৬

সুস্থ

৫২১

১৩৩২৫

পরীক্ষা

১২৪৮৬

৩৮৪৮৫১

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৭১৬ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৮৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৬১ হাজার ৪৪৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =

Back to top button