Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। একদিনে করোনায় মৃতের সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮৯৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন।

রোববার( ৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৪২ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৬টি। ৫২টি র‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

মৃতদের ৩৫ জনের মধ্যে পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ২৭ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ২ জন রাজশাহী, ২ জন খুলনা ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

মৃত ৪২ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৭ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৯ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৪ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৩ জন।
  • ৯১ থেকে ১০০ বছর বয়স: ১ জন।

শতকরা হার বিবেচনায় এখন পর্যন্ত দেশে যতজন মারা গেছেন তাদের মধ্যে ৭৭.০৪% শতাংশ পুরুষ ও ২২.৯৩% নারী।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত:  ৬৩ হাজার ২৬ জন।
  • মারা গেছেন: ৮৪৬ জন।
  • মোট সুস্থ: ১৩ হাজার ৩২৫ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫১টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ২ হাজার ৯৪ জন মানুষ মারা গেছেন। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন। সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ২৮১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + sixteen =

Back to top button