Lead Newsকরোনাভাইরাসজাতীয়

একযোগে ৫০টি জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা

করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আবারও লকডাউনের পথে সরকার। এবার একযোগে ৫০টি জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আক্রান্তের সংখ্যা বিবেচনা করে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে। এ শ্রেণিবিন্যাস অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে।

সম্পূর্ণ লকডাউন ঘোষিত জেলাগুলো হচ্ছেঃ

১. বরগুনা।

২. বরিশাল।

৩. পটুয়াখালী।

৪. পিরোজপুরকে।

৫. ব্রাহ্মণবাড়িয়া।

৬. চাঁদপুর।

৭. কুমিল্লা।

৮. কক্সবাজার।

৯. ফেনী।

১০. খাগড়াছড়ি।

১১. লক্ষ্মীপুর।

১২. নোয়াখালীকে।

১৩. গাজীপুর।

১৪. গোপালগঞ্জ।

১৫. কিশোরগঞ্জ।

১৬. মাদারীপুর।

১৭. মানিকগঞ্জ।

১৮. মুন্সিগঞ্জ।

১৯. নারায়ণগঞ্জ।

২০. নরসিংদী।

২১. রাজবাড়ী।

২২. শরীয়তপুর।

২৩. টাঙ্গাইল।

২৪. চুয়াডাঙ্গা।

২৫. যশোর।

২৬. খুলনা।

২৭. মেহেরপুর।

২৮. নড়াইল।

২৯. সাতক্ষীরা।

৩০. বগুড়া।

৩১. জয়পুরহাট।

৩২. নওগাঁ।

৩৩. নাটোর।

৩৪. রাজশাহী।

৩৫. দিনাজপুর।

৩৬. গাইবান্ধা।

৩৭. কুড়িগ্রাম।

৩৮. লালমনিরহাট।

৩৯. নীলফামারী।

৪০. পঞ্চগড়।

৪১. রংপুর।

৪২. ঠাকুরগাঁও।

৪৩. হবিগঞ্জ।

৪৪. মৌলভীবাজার।

৪৫. সুনামগঞ্জ।

৪৬. সিলেট।

৪৭. জামালপুর।

৪৮. ময়মনসিংহ।

৪৯. নেত্রকোনা।

৫০। শেরপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =

Back to top button