করোনাভাইরাসনগরজীবন
চট্টগ্রাম পুলিশের কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সিএমপি’র অতিরিক্ত ডেপুটি কমিশনার (জনসংযোগ) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সিএমপি কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মৌখিকভাবে জানতে পেরেছি। তবে, তার নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি এখনও।”
সিএমপি কমিশনার বর্তমানে নিজের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।