করোনাভাইরাসরাজনীতি

নাসিমের করোনা এখন নেগেটিভ

করোনামুক্ত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাস্থ্য মন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

তার করোনামুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

আল ইমরান চৌধুরী বলেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার ও মঙ্গলবার করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দুটি পরীক্ষাতেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ফলাফল নেগেটিভ। তিনি এখন করোনামুক্ত। তবে আগের মতোই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।’

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম।

‘তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ অবস্থাতেই তার চিকিৎসা চলবে’- বলেন আল ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে প্রথমে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সোমবার (৮ জুন) ফের মেডিক্যাল বোর্ড পুনর্গঠন করা হয়।

এর আগেও একবার নাসিমের স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Back to top button