Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত এবং সর্বোচ্চ মৃত্যু

বাংলাদেশে প্রুতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী এবং আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০৯৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন।

শুক্রবার( ১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। সারাদেশের মোট ৪৯টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, মৃতদের ৪৮ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৩, রাজশাহীতে ২, বরিশালে ৩, খুলনায় ১, ময়মনসিংহে ২ এবং রংপুর বিভাগে ৫ জন মারা গেছেন।

মৃত ৪৬ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৭ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন
  • ১০০ বছরের বেশি বয়সী: ১ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫০২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।

এক নজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত  ৩,৪৭১ ৮১,৫২৩
মৃত্যু ৪৬ ১,০৯৫
সুস্থ ৫০২ ১৭,২৫০
পরীক্ষা ১৫,৯৯০ ৪,৭৩,৩২২

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৪ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭৫ লাখ ৯৬ হাজার ৯৮৭ জনের শরীরে। শুক্রবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৪৯৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। এদের মধ্যে ৩২ লাখ ৭৭ হাজার ৭৪৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৩ হাজার ৯০২ জনের অবস্থা গুরুতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Back to top button