Lead Newsনগরজীবন

ঢাকার বাতাসের মানে তৃতীয় দিনের মতো উন্নতি

শুক্রবার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজধানী ঢাকার বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ১৪তম খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

সকাল ৮টা ৩৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) জনবহুল এ শহরের স্কোর ছিল ৭৪, যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে। একিউআই স্কোর ৫১ এবং ১০০ এর মধ্যে থাকলে বায়ু গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

ভারতের দিল্লি, চীনের শেনিয়াং এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৫৯, ১৫৭ ও ১৫৬ স্কোর নিয়ে এ তালিকার শীর্ষ তিনে রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ুর কারণে বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতায় বৈচিত্র্য দেখা যায়।

জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। তবে মধ্য জুন থেকে বৃষ্টিপাত শুরুর পর বাতাস পরিষ্কার হতে আরম্ভ করে। আর জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষার মৌসুমে বাতাসের মান মোটামুটি গ্রহণযোগ্য থাকে।

সুত্রঃ ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Back to top button