চীনে ২য় ধাপের মহামারি, রাজধানী বেইজিং লকডাউন
নতুন করে কয়েকজনের শরীরে সংক্রমণ শনাক্তের পর ফের করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে চীনের রাজধানী বেইজিংয়ের কয়েকটি জায়গায় লকডাউন আরোপ করা হয়েছে। শনিবার (১৩ জুন) চীনে আরও ১১ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেয় দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে দেশের অভ্যন্তরের নাগরিকদের মধ্যে আক্রান্ত হয়েছেন ছয়জন, তারা রাজধানী বেইজিংয়ের বাসিন্দা।
গত কয়েক মাস ধরে চীনে যাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে এসব নাগরিকদের বেশির ভাগই বিদেশ থেকে ফেরা। কিন্তু শনিবার বেইজিংয়ে যে ছয়জনের শরীরে করোনা সংক্রমণের খবর দেওয়া হয়েছে তাদের কারোরই সম্প্রতি সময়ে বিদেশে আসা-যাওয়ার ইতিহাস নেই। আক্রান্তদের অধিকাংশদেরই বেইজিংয়ের স্থানীয় একটি মাংসের বাজারে যাতায়াত ছিল বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। ‘ক্লাস্টার’ সংক্রমণ যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে না পড়ে তাই শহরের অন্তত ১১টি আবাসিক এলাকায় লকডাউন আরোপ করা হয়েছে।
আক্রান্তদের একজনের যাতায়াত ছিল এমন দুটি মার্কেট শুক্রবারেই বন্ধ করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ। লকডাউন নিশ্চিতে এলাকাগুলোতে টহল দিচ্ছে পুলিশ। নতুন সংক্রমণের ঘটনায় প্রাইমারি স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিতে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দলবদ্ধ হয়ে সব ধরনের খেলাধুলা ও খাবার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।