ধর্ম ও জীবন

অমুসলিমদের মৃত্যুর পর মাগফিরাতের জন্য দোয়া করা কি জায়েজ?

জিজ্ঞাসা : অমুসলিমদের জন্য দুনিয়ার বিষয়ে কল্যাণের দোয়া করা কি জায়েজ?

উত্তর : অমুসলিমদের জন্য ইমানদার ব্যক্তি দোয়া করবে তাদের হেদায়েতের জন্য; দুনিয়ার বিষয়ে কল্যাণের জন্য নয়। দুনিয়ার কল্যাণের বিষয়ে তারা ভালো জানে। আল্লাহ অমুসলিমদের উদ্দেশে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ‘তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দাও।’ ফলে অমুসলিম-কাফের যারা রয়েছে, তাদের কাছে দুনিয়ার বিষয়ই হলো মূল লক্ষ্য। তাদের জন্য যে দোয়া করা উত্তম সেটা হলো, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। কিন্তু তাদের জন্য মৃত্যুর পর মাগফিরাতের জন্য দোয়া করা জায়েজ নেই। উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ

দো’য়া করা ইবাদাত।কিন্তু কেউ যদি দো’য়া না করে তাহলে তার ঈমানের ক্ষতি হবে এমনটি কিন্তু নয়! কিন্ত মনের বড়ত্ব আর আবেগ দেখাতে গিয়ে সাবজেক্ট বহির্ভূত এই দো’য়ার দারায়’ই ঈমানের ক্ষতি হয়ে যেতে পারে।। লোকে যত আপডেটেড আর ব্যাকডেটেড বলুক “আমি ঈমানের গন্ডি” অতিক্রম করে মডারেট হতে পারব না। দুঃখিত আবেগি মন!

অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা?

জিজ্ঞাসা–: আমার পরিচিত একব্যক্তি আমেরিকায় থাকে। সেখানে এক অমুসলিম মেয়ে বিয়ে করেছিল। কিছুদিন আগে ঐ দেশের হাসপাতালে মেয়েটি মারা যায়। লোকটি দেশে আসার পর মহল্লার মসজিদে স্ত্রীর জন্য দোয়ার আয়োজন করে। প্রশ্ন হল,অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য এরকম দোয়ার আয়োজন করা জায়েয আছে কিনা?–

জবাব: কোনো ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য এরকম দোয়ার আয়োজন করা নাজায়েয। আল্লাহ তাআলা বলেন-

مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ

“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =

Back to top button