করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
কোন রোগী অবহেলায় মারা গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া আইসিইউ মনিটরিং এর জন্য হটলাইন চালু। সেইসঙ্গে শয্যা ব্যবস্থাপনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেয় হয়েছে।