আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনার বেড হিসেবে দিল্লিতে ব্যবহার হবে ট্রেনের ৫০০ বগি

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় বিশ্বের অন্যতম বৃহৎ ও জনবহুল দেশ ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র আসন সংকটের। তাই এ সংকট মোকাবিলায় দিল্লির রাজ্য সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার এক টুইটে জানিয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষের ৫০০টি বগি বেড হিসেবে ব্যবহার করতে পারবে দিল্লির রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা বাড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও সহায়তা দেবে।

এর আগে শুক্রবার সংক্রমণ প্রতিরোধে দিল্লি সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেই অসন্তোষ প্রকাশের পর দ্রুত পরিস্থিতি সামাল দিতে এদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জুলাইয়ের মধ্যে দিল্লিতে সংক্রমিতের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। এজন্য রাজ্যে ৮০ হাজার হাসপাতাল শয্যা প্রয়োজন।

টুইটে অমিত শাহ লিখেছেন, দিল্লির করোনা শয্যার অভাব মেটাতে ৫০০টি রেলবগির সাহায্য নেয়া হবে। এর জেরে ৮০০টি বেডের সমস্যা মিটবে। করোনা চিকিৎসার পরিকাঠামো থাকবে সেই বগিগুলোতে।

চিকিৎসা পরিকাঠামো বাড়াতে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর দিয়েও দিল্লিকে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র।

মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরই ভারতের তৃতীয় করোনা আক্রান্ত রাজ্য দিল্লি। সেখানে অন্তত ৩৮ হাজার জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে ২০ হাজার বেড বাড়াতে হোটেল ও ব্যাঙ্কোয়েটগুলো অধীনে নিতে উদ্যোগ নিয়েছে দিল্লির রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =

Back to top button