Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

“এই কিটের কাজ কী সেটা পৃথিবীর যেকোনও বইয়ে লেখা আছে”

গণস্বাস্থ্যের কিটের প্রকল্পের কোঅর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেছেন, “বিএসএমএমইউ বলছে গণস্বাস্থ্যের কিট রোগ শনাক্তে কার্যকর নয়, করোনা শনাক্তে কিট কার্যকর নয়। আমাদের অ্যান্টিবডি কিটের কাজ করোনা শনাক্ত করা নয়। এটা হচ্ছে অ্যান্টিবডি কিট, এই কিটের কাজ কী সেটা পৃথিবীর যেকোনও বইয়ে লেখা আছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার (১৭ জুন) দুপুরে তিনি এসব কথা বলেন।

ডা. মুহিব বলেন, ‘তারা যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আমরা দেখি তার পরেই বিস্তারিত জানাতে পারবো। এখনও বিএসএমএমইউ থেকে কোনও রিপোর্ট পাইনি। তাদের রিপোর্ট পেলে আমরা মতামত জানাবো। রিপোর্ট তো বৈজ্ঞানিক বিষয়, সেটা হাতে পেয়ে আমরা কথা বলবো। এখন পর্যন্ত যা জানতে পেরেছি, তা আপনাদের এবং টেলিভিশনের মাধ্যমে।’

গত ২ জুন গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তে ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটে নমুনা সংগ্রহের ত্রুটি ধরা পড়ায় টেস্ট বন্ধ রাখতে ডা. কনক কান্তি বড়ুয়াকে একটি চিঠি দেন কিটের প্রকল্পের কোঅর্ডিনেটর ডা. মুহিব।

এ বিষয়ে ডা. মুহিব উল্লাহ বলেন, ‘অ্যান্টিজেন কিট দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এটার নমুনা সংগ্রহের ত্রুটি ধরা পড়ায় টেস্ট বন্ধ রাখতে বলেছি। নতুন করে একটা ডিভাইস দিয়ে দেবো তাদেরকে বলেছি। সেটা এখনও আমরা জমা দেয়নি। অ্যান্টিবডি কিটের রিপোর্ট দেখবো। তারপর অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহের ডিভাইস জমা দেবো বিএসএমএমইউতে। এটা আমাদের কাছে রেডি আছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =

Back to top button