করোনায় আক্রান্ত সাবেক এমপি আব্দুর রহমান বদি
করোনায় আক্রান্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
তার প্রেস সচিব হেলাল উদ্দিন রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন এমপি বদি। তবে তার স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কিছু দিন আগে এমপি বদির শরীরে জ্বর ও মাথা ব্যাথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।
হেলাল উদ্দিন জানান, আব্দুর রহমান বদি শারীরিকভাবে এখনো সুস্থ আসেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।