পুনরায় টুইটারের ফ্যাক্ট-চেকিংয়ের কবলে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে পোস্ট করা একটি ভিডিওকে ‘কারচুপি মিডিয়া’ আখ্যা দিয়ে ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দেয়া হয়েছে। এ নিয়ে এক মাসে তিনবার এমন পরিস্থিতির মুখে পড়লেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘আমেরিকায় সমস্যা নেই’ এমন একটি গ্রাফিক্সযুক্ত ভিডিও পোস্ট করেন ট্রাম্প। প্রথম দেখায় ভিডিওটিকে সিএনএনের বলেই মনে হয়। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় এটি ‘ফেইক’।
টুইটার বলছে, ‘আমাদের নীতিমালার সঙ্গে যায় না বলেই টুইটটি নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।’
মে মাসের শেষদিকে ট্রাম্পের পোস্টে প্রথম এভাবে ফ্যাক্ট-চেকিং লিংক যোগ করে টুইটার। সেসময় মেইল-ইন ব্যালট’ পদ্ধতির বিষয়ে ট্রাম্পের করা টুইটে নীল রংয়ের ল্যাবেল জুড়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।
ওই লিংকে গেলে বোঝা যায় ট্রাম্পের দাবি মিথ্যা।
ট্রাম্প টুইটে লেখেন ‘মেইল-ইন ব্যালট’ পদ্ধতি অনুসরণ করলে বক্স ছিনতাই হতে পারে এবং জাল ব্যালট পড়বে। তাই এটির সম্ভাবনা শূন্য।
টুইটার ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দেয়ায় ট্রাম্প রীতিমতো খেপে যান। সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারির হুমকিও দেন।