করোনাভাইরাসের ভ্যাকসিন চীন আবিষ্কার করতে সক্ষম হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়োর সঙ্গে করোনা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনাকালে আজ শনিবার তিনি এ অনুরোধ জানান।
বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো করোনা ভাইরাস নিয়ে আলোচনায় বসেন।
পরে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, দেশের করোনা মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানান তিনি।