করোনাভাইরাসজাতীয়

করোনাভাইরাসঃ দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৮ মৃত্যু, আক্রান্ত ৩৪৮০

বাংলাদেশে প্রুতিদিনই বেড়ে চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪৮০ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৮ জন।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৫০২ জন।

সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬২টি ল্যাবে ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫০২ জনে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১ হাজার ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৬ হাজার ৭৫৫ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৩৯। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৬০ হাজার ৮৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৪৭ হাজার ১৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seven =

Back to top button