করোনার থাবা এবার পাকিস্তানের ইংল্যান্ড সফরে
পাকিস্তানের ইংল্যান্ড সফর একেবারে দোরগোড়ায় এসে অনিশ্চিত হয়ে গেলো। সফর উপলক্ষে করোনা পরীক্ষা করতে গিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার।
তারা হলেন হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান। এতে তাদের ইংল্যান্ড সফরে যাওয়া অনিশ্চয়তায় পড়ে গেল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে জানায়, ইংল্যান্ড সফরের জন্য দলের সবাইকে করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিলো। কিন্তু রাওয়ালপিন্ডিতে রবিবার পরীক্ষা করানো পর্যন্ত এই তিন জনের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।
সবকিছুর পরও এই সফরে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসক সোহেল সেলিম। তবে সেলিমের ভাষ্য ছিল, দর্শকদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখেই মাঠে খেলা চালিয়ে যাওয়া উচিত।
‘এমন মহামারির সময়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদের নেই। দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম। মহামারি মানেই ঝুঁকি। তবে খেলোয়াড়দের কাজ মানুষকে বিনোদন দেওয়া। ঘরে বসে থাকতে থাকতে মানুষ মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। ক্রিকেট এটা কমাতে পারে।’
সোহেল সেলিমের এমন মন্তব্যের পর জানা যায়, নিজ নিজ শহরে প্রথম দফা কোভিড-১৯ পরিক্ষায় তিন পাকিস্তানি ক্রিকেটারের ফলাফল পজিটিভ এসেছে। এরইমধ্যে পিসিবি এই তিন ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে। আগামী পরশু লাহোরে হবে দ্বিতীয় দফায় পরীক্ষা।