করোনাভাইরাসনগরজীবন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এখন করোনামুক্ত
করোনার সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুইবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় শনিবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন মন্ত্রী। তবে, চিকিৎসকরা আরও কয়েক দিন টিপু মুনশিকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করে দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৬ জুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। ওই দিনই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।