বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এ ফাটল দেখা দেওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যাওয়ার পর, তা উদ্ধার করতে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুতে ফাটল দেখা দেয়।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান আজ মঙ্গলবার বলেন, ‘গতকাল সোমবার উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর একটি জায়গায় ফাটল দেখা দেয়। এ কারণে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। আজ আমাদের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, প্রথম বুড়িগঙ্গা সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বিশেষজ্ঞ দল গিয়ে দেখার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘নদীর পানি বেশি হওয়ার কারণে, বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা এখন পর্যন্ত পোস্তগোলা ব্রিজের কাছে আটকে আছে। তাই এখনো জাহাজটি উদ্ধারটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিকল্প উপায়ে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’
গতকাল সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের একটি লঞ্চ অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়। এতে এখন পর্যন্ত তিন শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ছাড়া ১৩ ঘণ্টা পরে একজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার করা ৩২ মরদেহের মধ্যে পুরুষ ২১ জন, নারী আটজন এবং শিশু তিনটি।