Lead Newsআইন ও বিচার

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, বিদেশ ফেরত ২১৯ জন কারাগারে

বিদেশ ফেরত ২১৯ বাংলাদেশিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে ‘ধ্বংস’ করার ষড়যন্ত্রের অভিযোগে।

গতকাল শনিবার ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।

আজ রোববার আদালত সূত্রে জানা গেছে, এসব অপরাধীরা কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্প্রতি তাদের সাজা মওকুফ করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দেশগুলোর সরকার।

দেশে আসার পর তাদের তুরাগে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। কিন্তু কোয়ারেন্টাইনে থাকাবস্থায় তারা বিভিন্ন গ্রুপ করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়। যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

তাদের আদালতে পাঠানো তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ আবেদনে উল্লেখ করেন, বিদেশ ফেরত ২১৯ জন বাংলাদেশি কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। যার কারণে সেখানে তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্প্রতি তাদের সাজা মওকুফ করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়।

দেশে ফেরত আসার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু তারা সেখানে থেকে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এমনকি তারা সরকারকে ‘ধ্বংস’ করার জন্যও পরামর্শ করছিল। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। তাই তদন্তের স্বার্থে তাদের ১৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =

Back to top button