ভাইরাল

পাকিস্তানের জাদুঘরে সেই ভারতীয় অভিনন্দনের মূর্তি

ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দনকে কোনোভাবেই ভুলতে পারছে না পাকিস্তান। উইং কম্যান্ডারের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের কোনো না কোনো উপায় খুঁজে বের করেই চলেছে পাকিস্তানি সরকার। কখনো ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের আগের বিজ্ঞাপন। আবার কখনো বিনা মালিকের টুইটার পোস্ট। এবার সব সীমা ছাড়িয়েছে পাকিস্তান।

যুদ্ধ জাদুঘরে উইং কম্যান্ডার অভিনন্দনের আস্ত একটা মূর্তি বানিয়ে সাজিয়ে রেখেছে পাকিস্তানের ইমরান সরকার। আর ওই মূর্তির পাশেই রয়েছে চায়ের কাপ!‌ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, মূর্তির পাশে চায়ের কাপ রেখে কী বোঝাতে চাইছে পাকিস্তান?‌

গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের আকাশসীমা লঙ্ঘনকারী পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের মাটিতে পড়েন অভিনন্দন। পাকিস্তানি সেনাদের হাতে তিনি বন্দি হন। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে জেনিভা কনভেশন অনুযায়ী পাক সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয়। পাকিস্তানি সেনারা অভিনন্দনকে কাপে করে চা দিয়েছিলেন পান করার জন্য। চায়ের কাপে ঠোঁট রেখেই অভিনন্দন তাঁদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন।

জেরার মুখে শালীনতা মেনেই খরচ করেছিলেন কয়েক’টি শব্দ, ‘‌মাপ করবেন স্যার, আমি আপনাকে কিছু বলতে পারব না।’‌ অভিনন্দনের সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। সারা ভারতে নায়ক হয়ে যান তিনি। সেই ঘটনার পরই অভিনন্দন ভারতবাসীর মন জয় করে নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =

Back to top button