হঠাৎ পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু শিবিরে হাজির হলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।
সেখানে গিয়ে উদ্বাস্তু শিশু-কিশোরদের হাতে ক্রিকেট কিটস তুলে দিলেন তিনি।
এ নিয়ে টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন শিখর। ক্যাপশনে লিখেছেন, মজলিস মেট্রো স্টেশনের কাছে রিফিউজিদের সঙ্গে সকালটা বেশ উপভোগ করেছি। তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে এতে আমি অভিভূত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তান থেকে ভারতে চলে আসা এসব হিন্দুদের উদ্বাস্তু শিবিরটি রাজধানী নয়াদিল্লির মজলিস পার্কে মেট্রো স্টেশনের কাছে আদর্শ নগরে অবস্থিত। করোনায় লকডাউনের কারণে চরম দুর্দশার মধ্যে পড়ে গেছেন এসব উদ্বাস্ত।
গত ৪ জুলাই হঠাৎ করেই ওই উদ্বাস্তু শিবিরে গিয়ে সবাইকে চমকে দেন শিখর। শিশু-কিশোরদের হাতে ক্রিকেট কিটস তুলে দেন। নারীদের মডিউলার টয়লেট উপহার দেন। বসতিবাসীদের জন্য বিছানাও নিয়ে যান। বেশ কিছুক্ষণ শরণার্থীদের সঙ্গে সময় কাটান ধাওয়ান। ফিরে আসার সময় শিশুদের উপহার দিয়ে আসেন।