আন্তর্জাতিক

হার্ভার্ডের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত হাস্যকর : ট্রাম্প

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সব কোর্সের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী সেমিস্টার থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কি-না এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে হার্ভার্ড প্রসঙ্গে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটা (হার্ভার্ডের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত) হাস্যকর। এটা খুবই সস্তা উপায়। এমন সিদ্ধান্তের জন্য তাদের নিজেদেরই লজ্জা পাওয়া উচিত।’

নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনেও লড়ছেন ট্রাম্প। তাই করোনাভাইরাস সংক্রমণ উঠতির দিকে থাকলেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পক্ষে তাঁর সরকার।

এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দিতে চান ট্রাম্প। তাঁর দাবি, সবাই চাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

‘সবাই এটা চাচ্ছেন। মায়েরা চাচ্ছেন, বাবারা চাচ্ছেন, বাচ্চারা চাচ্ছে। স্কুলগুলো খুলে দেওয়ার সময় এসেছে। আমরা আমাদের স্কুলগুলো খুলে দিতে চাই, খুব দ্রুতই খুলে দিতে চাই। শরতের দিকে এটা খুলে দিলে খুব ভালো হয়।’

এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৬০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত এখন ৩১ লাখ ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩৩ হাজার, যা বিশ্বে সর্বোচ্চ।

আরও সংবাদ পেতেঃ ইতিহাসের ডায়েরী ভাইরাল নিউজ

Trump Breaking News, Trump Breaking News,Trump Breaking News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =

Back to top button