আন্তর্জাতিক

মুসলিম তরুণীর কফির কাপে ‘আইএস’ লিখে দিল কর্মচারী!

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি কফিশপে এক মুসলিম তরুণী কফি খেতে গেলে তাঁর কাপে সন্ত্রাসী সংগঠন  ‘আইএস’এর নাম লিখে দেয় দোকানটির কর্মচারী। এ ঘটনার পর ১৯ বছর বয়সী আয়েশা একটি অভিযোগ দায়ের করেছেন।

আয়েশা সবসময় হিজাব পরেন। আর সেভাবেই টার্গেট স্টারবাকে যান তিনি। আর তাঁর হিজাব দেখে কফির কাপে ‘আইএস’ লিখে দেওয়া হয়।

এ ঘটনার পর সংবাদমাধ্যম সিএনএন’কে আয়েশা বলেন, ‘এটি দেখে আমি হতাশ হয়ে পড়ি। এটি অবমাননাকর। এই একটা শব্দ দিয়ে গোটা পৃথিবীর মুসলিমদের হেয় করা হচ্ছে। এটা মোটেও ঠিক না।’ তিনি আরো বলেন, ‘এই যুগে আমি এটি বিশ্বাসই করতে পারি না। মহামারির কারণে আমার মুখে মাস্ক ছিল। ওই ব্যক্তি কয়েকবার আমার নাম জানতে চান। আমি একাধিকবার বলেছি।’

যুক্তরাষ্ট্রে এক মুসলিম তরুণীর সঙ্গে চরম অবমানকর আচরণ করেছে এক কফিশপের কর্মচারী। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায়, মিনেসোটা অঙ্গরাজ্যের একটি কফিশপে ওই মুসলিম তরুণী কফি খেতে গেলে তার কাপে ‘আইএস’ লিখে দেন দোকানটির কর্মচারী। 

ঘটনাটি ঘটেছে ১ জুলাই। তবে মার্কিন গণমাধ্যমে ঘটনাটি জানাজানি হয়েছে দুদিন আগে।

আয়েশা বলেন, ‘আমি যেভাবে আমার নাম বলেছি তাতে আইএস শোনার কথা নয়। আমি ধীরে ধীরেই বলেছি। আর আয়েশা অপরিচিত কোনো নাম নয়।’

আয়েশার অভিযোগের পর টার্গেট স্টারবাক দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ওই কর্মচারী আয়েশার নাম ঠিকমতো বুঝতে পারেনি।

বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু যা ঘটেছে তার জন্য দুঃখিত।

আরও নিউজ পেতে দেখুনঃ ইতিহাসের ডায়েরীখোলা জানালা

Latest Current News,Latest Current News,Latest Current News’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Back to top button