স্বাস্থ্য ও চিকিৎসা

করোনা ডেডিকেটেড হাসপাতালের শূন্য শয্যার তথ্য প্রকাশের নির্দেশ

দেশের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট শয্যা সংখ্যা ও খালি শয্যা সংখ্যার তথ্য প্রকাশের জন্য স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর দেওয়া এ নির্দেশে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৩তম সভার সুপারিশের ভিত্তিতে দেশের কোভিড ডেডিকেটেড হাসপাতালের খালি শয্যা সংখ্যার উপযোগিতা বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে বরাদ্দ ও খালি শয্যা সংখ্যার তথ্য প্রকাশ করা একান্ত প্রয়োজন।

তাই স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রতিদিন হাসপাতালগুলোর বরাদ্দ ও খালি শয্যার তথ্য প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =

Back to top button